Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স তার বক্তব্যে বলেন,প্রাথমিক শিক্ষা গ্রহণ না করে কেউ কোন দিকে যেতে পারে না।স্কুল থেকে লেখা পড়া করে সে আমাকেও ছেড়ে যাবে।শিক্ষকদের এটা কোন চাকরি না শিক্ষা গুরুদায়িত্ব পবিত্র আমানত।আমরা ভুল করতে পারি শিক্ষকরা ভুল করলে সমাজ মেনে নেয় না।আমি এলাকায় গেলে এখনও আমার শিক্ষকের সাথে দেখা করি।আপনি আদর্শ হয়ে দেখেন আপনার স্কুল ঠিক হয় কি না। এসময় তিনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়

ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হারাধন দে প্রমুখ।

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন
এসময় বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুজাহিদুল ইসলাম, মোঃজহিরুল ইসলাম,প্রধান শিক্ষক মোঃ আমির হামজা,মোঃ আলাল হোসেন, মেরিনা সুলতানা, আমেনা খাতুন প্রমুখ।

এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের পরামর্শ দেওয়া হয় শিক্ষকদেরকে।

সভায় ২০২৩সালে শিক্ষার্থী ভর্তির সংখ্যা থেকে ২০২৪ সালে শিক্ষার্থীর ভর্তির সংখ্যা বেড়েছে এমন ৭১ টি স্কুল কে উপজেলা শিক্ষা অফিসার এর পক্ষ থেকে থ্যাংকস লেটার বিতরণ করা হয়।

এর আগে আলোচনায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বিদ্যালয়ের মূল ভবন মেরামত, রাস্তা মেরামত, মাঠে মাটিকাটা, ওয়াটার ও স্যানিটেশন এবং ওয়াশ ব্লকের উন্নয়নে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথমত শিক্ষকগণ সমস্যা কিছু কিছু সমস্যা তুলে ধরেন পরবর্তীতে কিভাবে সমাধান হবে সেগুলো বিষয়ে মতবিনিময় করা হয়

মতবিনিময় সভায় অন্যান্যদের সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সদর উপজেলার ১ শত ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন

About Mizanur Rahman

Check Also

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে ময়মনসিংহ মহানগর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ময়মনসিংহে আগমন উপলক্ষে ময়মনসিংহ মহানগর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!