আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উপলক্ষে এক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৪ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার সকল ক্লাস্টারের ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫৪টি ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারীরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট যেমন দৌড়, উচ্চলাফ, লংলাফ, অংক দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট বল নিক্ষেপ,নাচ,গান,কুইজ প্রতিযোগিতাসহ আরো বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ইত্যাদিও অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিযোগিতানুষ্ঠানকে আরো আকর্ষণীয় করতে ও শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহিত করতে তাদের জন্যও আলাদা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন,উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণ।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ময়মনসিংহ সদরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সত্যিই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার পথ প্রদর্শন করেছে এবং সকলের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে এমনটাই মনে করছেন উপজেলার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।