Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতোয়ালি থানার এএসআই মাসুম রানা

ময়মনসিংহে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতোয়ালি থানার এএসআই মাসুম রানা

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় কর্মরত এ এসআই মাসুম রানা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন। রবিবার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম তার হাতে এই সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেন।

২০২৪ এর অক্টোবর মাসে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করায় অবদান রেখে মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার মধ্যে কোতোয়ালী মডেল থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মাসুম রানা কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়। এছাড়াও তিনি
মাদক বিরোদী অভিযানে ভারতীয় মদ ও মামলা নিষ্পতি এবং সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রেখে কোতোয়ালি এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

কোতোয়ালী মডেল থানায় গত অক্টোবর মাস ২৪ সালে ,ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার করার মধ্য দিয়ে এএস আই মাসুম রানা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে কোতোয়ালি মডেল থানায় দায়িত্ব পালন করছেন। অপরদিকে মাদক মামলায় আসামী গ্রেপ্তার, ধৃত আসামীদের নিকট থেকে মাদক উদ্ধার করেও তিনি আলোচনায় উঠেন।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে এএসআই মাসুম রানা বলেন, জনগণের টাকায় আমার চাকরি। জনগণকে সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুণে বেড়ে যায়। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারসহ থানা কর্মরত সহকর্মী পুলিশ কর্মকর্তাদের। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন।

About Mizanur Rahman

Check Also

মাদকমুক্ত জীবনের শপথ ময়মনসিংহের তরুণরা।

স্টাফ রিপোর্টারঃ উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!