Breaking News
Home / Uncategorized / মরহুম মওলানা এডভোকেট’র আব্দুল হাই এর ১৮ তম মৃত্যু বার্ষিকী

মরহুম মওলানা এডভোকেট’র আব্দুল হাই এর ১৮ তম মৃত্যু বার্ষিকী

ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য সচিব আজিজুল হাই সোহাগের পিতা প্রাক্তন এজিপি মাওঃ আব্দুল হাই এডভোকেট’র ১৮ তম মৃত্যু বার্ষিকী। ২০০৬ সালের এই দিনে সেরিব্রাল ভাস্কুলাইটিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শ্যয্যাশায়ী অবস্থায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
তিনি কর্মজীবনে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জের কুমারুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৭৭ সালে ময়মনসিংহ জজ আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর ঈশ্বরগঞ্জ সিঃ সহকারী জজ আদালতে সরকারী উকিল (এজিপি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি হাফিজ্জী হুজুর (রঃ)’র বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ঈশ্বরগঞ্জ আইজীবী সমিতি ও চরহোসেনপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
ময়হুমের আত্নার মাগফিরাত কামনায় পারিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়ার আহবান করা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

মাদকমুক্ত জীবনের শপথ ময়মনসিংহের তরুণরা।

স্টাফ রিপোর্টারঃ উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!