নিজস্ব সংবাদদাতাঃ
১৫ই নভেম্বর (শনিবার) বিকাল আনুমানিক ০৩:৩০ মিনিটের সময় গাজীপুর সিটি কর্পোরেশন,২২ নং ওয়ার্ড,বাংলাবাজারে বন্ধন টাওয়ারের চলন্ত সিঁড়ির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মোহাম্মদ ছবদের হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ,মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার, মোঃ আবুল বাশার বাদশা, মাওলানা আব্দুল আহাদ,মাওলানা সোলায়মান আহমেদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম মাস্টার, বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়িকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন্ধন টাওয়ার সকলের। মার্কেটটির সার্বিক কল্যাণের জন্য সকলকে আহ্বান জানান। মার্কেটটি উন্নয়নের লক্ষ্যে সকল ব্যবসায়ী সহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। পরিশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল খালেক বিন আমিন, ইমাম ও খতিব আম্বর কটন কেন্দ্রীয় জামে মসজিদ। পরে তাবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠিত টি সমাপ্তি হয়।