Breaking News
Home / Uncategorized / ত্রিশালে জোরপূর্বক জমি দখলে নেওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদকারীকে হত্যার হুমকি

ত্রিশালে জোরপূর্বক জমি দখলে নেওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদকারীকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টারঃ
ত্রিশালে অবৈধ উপায়ে জোরপূর্বক জমি দখলে নিতে গিয়ে জমির বৈধ মালিককে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করায় প্রতিবাদকারীকে অত্যাচার নির্যাতন ও বিভিন্ন হুমকি ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বাবুর বিরুদ্ধে। তার ক্ষমতার দাপটে এলাকায় আতঙ্ক বিরাজ করছে । এই ঘটনায় বাবুকে আসামী করে তার বিরুদ্ধে ত্রিশাল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করেছেন ত্রিশাল পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকার আব্দুল মান্নানের পুত্র প্রতিবাদকারী গোলাম মোস্তফা স্বপন। অপরদিকে নিজের জমি রক্ষার্থে অভিযুক্তদের কারো নামে তফসিলি ভূমির নামজারী জমা খারিজ ও দাখিলা না দিতে সহকারী কমিশনার ভূমি ত্রিশাল বরাবরে আরেকটি অভিযোগ করেছেন জমির মালিক আব্দুল হান্নান।

জমির মালিক আব্দুল হান্নান অভিযোগ করেন- উপজেলার পৌর এলাকার রামপুর মৌজার বিআরএস খতিয়ান নং-১৬৯৩ এর ২২৫২,২২৩০৬,
২৩৩০৯,২৩৩০৫ দাগের মোট ১০৭ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে আমরা বসবাস করে আসছি। উক্ত জমি জোরপূর্বক ক্ষমতা বলে অবৈধভাবে দখলে নিতে নামজারী জমা খারিজ ও দাখিলা সংগ্রহ করার চেষ্টা করছে প্রতিপক্ষ আসামী পক্ষরা। এদের মধ্যে আশিকুর রহমান বাবু উপজেলা ছাত্রলীগের নেতা হওয়ায় তারা বীরদর্পে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের উচ্ছেদ করে আমাদের ভোগ দখলীয় জমি অবৈধ ভাবে দখলে নিতে বিভিন্ন অত্যাচার নির্যাতন করছে। বাবু প্রায় সময়ই হুমকি ধমকি দেয় খুন জখমের। বাবুর হুমকিতে তার পরিবার নিয়ে চরম আতঙ্কে আছেন এমটা দাবী করে বাবুকে আইনের আওতায় আনারও দাবী করেন তিনি।

প্রতিবাদকারী স্বপনের দেয়া থানায় লিখিত সাধারণ ডায়েরীর অভিযোগ সুত্রে জানা গেছে- জায়গা জমি ও পারিবারিক বিষয় নিয়ে প্রতিপক্ষ আব্দুল মান্নানের পুত্র আব্দুল ওয়াহাব,সোহরাব হোসেন,আশিকুর রহমান বাবু গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে স্বপনের চাচা হান্নানের সাথে। চাচার জমি যেন কেহ জোর জবর দখল করে নিতে না পারে সেজন্য চাচার পাশে দাড়িয়ে জবর দখলকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় অভিযোক্ত প্রভাবশালী এই মহলটি স্বপন ও তার পরিবারের উপর অত্যাচার নির্যাতনসহ বিভিন্নভাবে ক্ষয়-ক্ষতি করার পাশাপাশি খুন জখমের হুমকি ধমকি দিয়ে আসছে। ঘটনার দিন গত ২৫ শে অক্টোবর সকাল অনুমান ১১ঘটিকার দিকে স্বপনকে দরিরামপুর এলাকায় রাস্তায় একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং যে কোন সময় সুযোগ মত পাইলে খুন করে ফেলবে। এদের ভয়ে নিরাপত্তায়গীনতায় ভূগছে বলেও জানান অভিযোগকারী স্বপন।

About Mizanur Rahman

Check Also

মাদকমুক্ত জীবনের শপথ ময়মনসিংহের তরুণরা।

স্টাফ রিপোর্টারঃ উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!