মোয়ঃ আরিফ রব্বানীঃ
ময়মনসিংহের কিংবদন্তী জননেতা সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান (৮১) আর নেই। ২৭ আগস্ট, রবিবার রাত ১১ টার দিকে নগরীর ধোপাখলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহকে মুক্ত ঘোষণা করেন।
বর্ষিয়ান এই নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু , জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেযারম্যান ইউসুফ খান পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনসহ হাজারো নেতাকর্মী, বিভিন্ন রাজৈনতিক, সামাজিক- সাংস্কৃতিক, পেশাজীবি ও সকল শ্রেনী-পেশার মানুষ হাসপাতালে ভীড় জমান। এসময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।