Breaking News
Home / চিকিৎসা ও স্বাস্থ্য / ইউএনও উম্মে কুলসুমের নেতৃত্বে লকডাউনে কঠোর পূর্বধলা উপজেলা প্রশাসন।।

ইউএনও উম্মে কুলসুমের নেতৃত্বে লকডাউনে কঠোর পূর্বধলা উপজেলা প্রশাসন।।

সারোয়ার ফারুক সোহেল
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন নিশ্চিত করণে মাঠে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। দোকানপাট বন্ধ রয়েছে,শ্যামগঞ্জ-দূর্গাপুর ও ঢাকা-নেত্রকোনা মহাসড়ক ও নগরীর বিভিন্ন এলাকা সম্পূর্ণরূপে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। যৌক্তিক কারণ ছাড়া চলাফেরা ও মাক্স পরিধান না করার অপরাধে প্রয়োজনে জরিমানা করা হয়েছে।

২রা জুলাই শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিত করণে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের নেতৃত্বে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন-লকডাউনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা সহ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো কার্যকর করতে ব্যবস্থা নিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসন।

এসময়- সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।

About Mizanur Rahman

Check Also

ত্রিশালের কাঁঠাল ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্ভোধন করলেন এমপি মাদানী।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহের ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!