আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনা মহামারি থেকে মানুষকে বাঁচাতে সংক্রমণ মোকাবেলায় ময়মনসিংহ জেলায় প্রশাসনের কঠোরতায় সর্বাত্মক লকডাউন নিশ্চিত করণে জেলা প্রশাসক এনামুল হক এর নির্দেশনায় স্বাস্থ্য বিধি মানাতে ৩০মামলায় ৩৩,৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ,মাঈদুল ইসলাম,সেগুফতা মেহনাজ,শাহাদাৎ হোসেন,ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (২৯শে জুন) দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা সদরের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১টি ও জেলা প্রশাসকের কার্যালয়ের ৪টিসহ মোট ৫টি টিমের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথক পৃথক ভাবে এসব অভিযানের নেতৃত্ব দেন। এতে সিটি কর্পোরেশনে ১টি মামলায় ৫০০০ পাঁচ হাজার ও জেলা প্রশাসন ৪মামলায় ২৮,৩০০০ আটাশ হাজার তিনশত সর্বমোট ৩৩,৩০০ তেত্রিশ হাজার তিনশত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসক মো: এনামুল হক বলেন, মাস্ক না পড়া, সামাজিক দুরত্ব না মানা, সরকারী ঘোষণা অনুসারে যেসব দোকানপাট বন্ধ রাখার কথা সেগুলো খুলে রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ না মানার কারনে এসব মামলা এবং জরিমানা করা হয়েছে।
তিনি জানান,করোনার সংক্রমন প্রতিরোধে লকডাউনে কঠোরভাবে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ও সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলা প্রশাসনের কঠোরতায় লকডাউনে মাস্ক বিহীন বিনা প্রয়োজন ঘুরাফেরা ও স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন আইনে ২৯মামলায় ২৮,৩০০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ৪টিম। তিনি জানান-করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ১৩টি উপজেলায় মাস্ক পরা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনাকালে মামলা ও জরিমানা আদায়ের পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণের আহবান জানানো হচ্ছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান- প্রতিদিন স্বাস্থ্যাবিধি নিশ্চিত করণে প্রতিদিন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে ও প্রতি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে।পরিচালিত এসব ভ্রাম্যমান আদালত সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন- জরিমানা করা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়,আমাদের উদ্দেশ্য হলো-মানুষকে সচেতন করা ও সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান কে সহযোগিতা করে করোনামুক্ত ময়মনসিংহ জেলা উপহার দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।