আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জেলা প্রশাসকের সাথে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার গণের সাথে ময়মনসিংহ-এর Annual Performance Agreement (APA) বা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৫ শে জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,স্থানীয় সরকারের উপপরিচালক
একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সমর কান্তি বসাকসহ ময়মনসিংহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার গণ। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তাগণ। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে ময়মনসিংহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে জানিয়েছেন জেলা প্রশাসক এনামুল হক।
