স্টাফ রিপোর্টের
নেত্রকোণারর পূর্বধলা উপজেলার বালুচরা বাজারে নিরাপদ সড়কের দাবিতে শুক্রবার সকালে ‘জনস্বার্থেঃ পূর্বধলাবাসী’ ব্যানারে মানববন্ধন করেছে এলাকাবাসী। ওই মানববন্ধনে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই ফেসবুক গ্রুপের এডমিন মো. বেলাল হোসেন খান, মডারেটর মাহমুদুল হাসান আরিফ, আকিকুল ইসলাম রানা, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন রিপন, সিদ্দিক, জুয়েল, খায়রুল বাশার ও স্থানীয় ফারুক আহাম্মেদ, আবুল বাশার সহ আরো অনেকে।
এ সময় বক্তরা বলেন, প্রতিদিন অনিয়ন্ত্রিত ও বেপরোয়া ট্রাক চলাচলের কারণে প্রতিদিন দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। বহুলোক পঙ্গুত্ব বরণ করছে। ফলে এ সড়কটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বক্তারা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ, নিরাপদ সড়ক, কুমুদগঞ্জ মোড়ে ও পূর্বধলা চৌরাস্তা মোড়ে ফুটওভার ব্রিজ, রোড ডিভাইডার এবং লাইসেন্স বিহীন চালক দিয়ে ট্রাক চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।