স্টাফ রিপোর্টেরঃ
বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতির আয়োজনে আগামী 26 শে জুন 2021 শনিবার সন্ধ্যা,07:30মিনিটে(জুম
মিটিং আইডি 64 35 82 64 447 পাসওয়ার্ড 3984)
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি জাতীয় বাজেট 2021-2022
করোনা কালীন টেকসই উন্নয়ন ও জীবন-জীবিকা বিষয়ে আলোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে 07ঃ10মিঃ হতে07ঃ30মিনিটে জুম ভিডিও কনফারেন্সিং সিস্টেম এ সংযুক্তি শুরু হবে।
07:30মিনিট থেকে 7:35মিনিট পর্যন্ত স্বাগত বক্তব্য দিবেন প্রফেসর ডক্টর মিজানুল হক কাজল,মহাসচিব,বাংলাদেশ কৃষি অর্থনীতিবীদ সমিতি।
08ঃ00মিনিট হতে 08ঃ15মিনিট পর্যন্ত মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ডক্টর ইসমত আরা বেগম, কৃষি অর্থনীতি বিভাগ, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ও
প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম,কৃষি ব্যবসা বিপণন বিভাগ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
08ঃ00মিনিট হতে 08ঃ15মিনিট পর্যন্ত মূখ্য আলোচকের বক্তব্য রাখবেন,প্রফেসর ডক্টর শামছুল আলম,সদস্য (সিনিয়র সচিব) সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
08ঃ15 মিনিট হতে 08ঃ40 পর্যন্ত
সভাপতির সঞ্চালনায় মুক্ত আলোচনা করবেন জনাব সাজ্জাদুল হাসান, সম্মানিত সভাপতি, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি।
08ঃ40মিনিট হতে 08ঃ55 মিনিট পর্যন্ত
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন প্রফেসর ডঃ আতিউর রহমান, বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয় (সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক)
08ঃ55মিনিট হতে 09ঃ15মিনিট পর্যন্ত
প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব এম এ মান্নান এমপি, মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়।
09ঃ15মিনিট হতে 09ঃ25মিনিট পর্যন্ত
সভাপতির সমাপনী বক্তব্য রাখবেন
জনাব সাজ্জাদুল হাসান,,
সম্মানিত সভাপতি,বাংলাদেশ অর্থনীতিবিদ সমিতি ও সাবেক সিনিয়র সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়)
উক্ত অনুষ্ঠানে আপনি সাদরে আমন্ত্রিত।