আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”- এর বিভাগীয় পর্যায়ে আন্তঃজেলা টুর্নামেন্টের শুভ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২শে জুন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
আলহাজ্ব কে এম খালিদ এমপি।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ ব্যারিস্টার হারুন আর রশিদ বিপিএম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও মহানগর আওয়ামিলীগের সভাপতি এহতেশামুল আলমসহ জেলা প্রশাসন ময়মনসিংহের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বগণসহ বিভিন্ন মহলের ক্রিড়ামোদী ব্যক্তিগণ।