বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনায় মারা যাওয়া সেনাসদস্যকে গান স্যালুট প্রদান করেছে সেনাবাহিনী।
রোববার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের মেজর আতিক এর নেতৃত্বে ২৩ সদস্যের একটি চৌকশ সেনাদল উপজেলার গোমস্তাপুর মিয়াপাড়া গোরস্থানে গান স্যালুটের মাধ্যমে তাকে গার্ড অব অনার প্রদান করেন।
গোমস্তাপুর ইউনিয়নের ফকিরপাড়ার সায়েদ মিয়ার ছেলে মিজানুর রহমান মিজান (৪৩) গত শুক্রবার রাতে ঢাকা সিএমএইচএ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি সেনাবাহিনীর কর্পোরাল হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চট্টগ্রাম সেন্টারে কর্মরত ছিলেন।
