Breaking News
Home / বাংলাদেশ / রাজশাহী বিভাগ / চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বৃদ্ধের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর এলাকায় একটি ডোবা থেকে মোকবুল হোসেন (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্র মতে, শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণ পাড়া মৃত নূরুল ইসলামের বাড়ীর পিছনের পুকুর থেকে মকবুল হোসেন (৭০) এর লাশ উদ্ধার করা হয়। মকবুল হোসেন চকঘোড়াপাখিয়া গ্রামের মৃত ফাইজুদ্দিন মন্ডলের ছেলে।স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় থাকা লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

About Mizanur Rahman

Check Also

চাঁপাইনবাবগঞ্জের ৫ জন সহ রামেকে করোনায় মোট ৮ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!