আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।
৩রা জুন বৃহস্পতিবার বিকাল ৩টা স্থানীয় নজরুল একাডেমি মাঠে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও খেলা পরিচালনা কমিটির সভাপতি, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানি এমপি। খেলায় অন্যাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশালের জনপ্রিয় পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,মাহমুদা খানম রুমা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১, বালক (অনুর্ধ্ব-১৭)” এর ফাইনাল ম্যাচে ত্রিশাল পৌরসভা ফুটবল একাদশ বনাম ধানীখোলা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহন করলে খেলায় ৪-০গোলে ধানীখোলা ইউনিয়ন কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ত্রিশাল পৌরসভা দল।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্টের ম্যাচগুলো সম্পন্ন করে ফাইনাল খেলাটি শেষ করায় ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানি এমপি। পরে তিনি বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ খেলোয়াড় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।