প্রেস বিজ্ঞপ্তিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপির মা ফৌজিয়া মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
ফৌজিয়া মালেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
বৃহস্পতিবার (২৭শে মে) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,রত্নগর্ভা ফৌজিয়া মালেক ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী কর্ণেল ( অব.) এম এ মালেকের স্ত্রী ছিলেন।ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ, ন্যায়পরায়ন ও ধার্মিক ছিলেন।
বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।