বিশেষ প্রতিনিধিঃ
মাগুরা জেলার শালিখা উপজেলার চিত্রা নদীর শতপাড়া অংশে এক শ্রেণীর অসাধু ব্যাক্তি দেশীয় ডিম ওয়ালা মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নিধন করে আসছিল। খবর পেয়ে গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন।
এ সময় নদী ২২টি চায়না দুয়ারি জালসহ নিষিদ্ধ বিভিন্ন মাছ ধরার উপকরণ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ কৃত অবৈধ জাল আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শারমিন আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহম্মদ সেকেন্দার আলী ও মোঃ মাসুদুর রহমান, ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, ইউএনও অফিসের প্রসেস সার্ভেয়ার ওলিয়ার রহমান, শালিখা প্রেসক্লাবের সম্পাদক মন্ডলীর সদস্য হাবিবুল হক ও সোহাগ হাসান সন্ধি প্রমূখ উপস্থিত ছিলেন।