আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও করোনায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া মডেল বাজারের পাশে মেইন রোডে অবৈধভাবে গড়ে তোলা
পাকা-আধাপাকা ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । এসময় ২০০০০ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। একই সাথে করোনা পরিস্থিতিতে সকলকে সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে নিজে সুস্থ থেকে পরিবার পরিজনসহ সমাজের সকলকে সুস্থ রাখার আহবান জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে দাপুনিয়া বাজার কে মডেল বাজার করার লক্ষে কার্যক্রম চলছে। তাই এই বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সকল সুযোগ সুবিধার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এসময় তার সাথে সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকী সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।।