স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন মাঠে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় শনিবার বেলা ১২টায় উপজেলার কানিহারী ইউনিয়নের আহাম্মদাবাদ বাজারে মাস্ক বিতরণ সহ বিভিন্ন দোকানে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করে জরিমানা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।
একই সাথে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এ মাস্ক বিতরণ করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গরা।
উপজেলা মোস্তাফিজুর রহমান বলেন,করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং সচেতনতা বৃদ্ধি লক্ষে মাস্ক বিতরণ কার্যক্রম চলছে । সেই সাথে সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড করা হচ্ছে।