Breaking News
Home / চিকিৎসা ও স্বাস্থ্য / ময়মনসিংহ সদরে কোভিট-১৯ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরে কোভিট-১৯ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহ সদর উপজেলা করোনা ভাইরাস কোভিট-১৯ মহামারী মোকাবেলা প্রতিরোধ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্ব করেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, সহকারী কমিশনার ভূমি সুরাইয়া আক্তার লাকী, কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ তালুকদারসহ করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ১৮ দফার প্রজ্ঞাপন জারি করেছে তা বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি জানান- আমরা সবাইকে বলে যাচ্ছি জনসমাগম এড়িয়ে চলতে হবে। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ও হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও সকলের কাছে আহবান জানান তিনি। করোনা মহামারী ভয়াবহ রূপ ধারণ করছে, এই করোনা প্রতিরোধে উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটি সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, করোনার কারণে আমরা গণপরিবহনে যানবাহনে চলাচলেও স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি । তাছাড়া যারা বিয়ে বা অন্য কোন অনুষ্ঠানে যাতে জনসমাগম না ঘটে স্বল্প পরিসরে হয় সে দিকে নজর দিতেও উপজেলাবাসীর প্রতি আহবান জানিয়ে তিনি সবাইকে মাস্ক পরে ঘরের বাইরে যাবার আহবান জানান। পরিস্থিতি বেশি খারাপ হলে জনগণের ভলোর জন্য লকডাউনে দিকে যেতে হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!