আরিফ রববানী, ময়মনসিংহ।।
২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ২৫মার্চ বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি। অনুষ্ঠানে ২৫ মার্চের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান বক্তারা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে এতে দেশ বরণ্য শিল্পী গণ দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়াও ২৫শে মার্চ গণহত্যা দিবস উদযাপন ২০২১ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে থানাঘাট বধ্যভূমিতে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এনামুলের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত থেকে শহীদদের প্রতি সবিনয় শ্রদ্ধা নিবেদন করেন।