মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে উপজেলা চেয়ারম্যান কাপ হ্যান্ডবল টুর্ণামেন্ট ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ১৮ই মার্চ বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে খেলাটির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন;বলেন- আওয়ামী লীগ সরকার সবসময় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান সরকার চায় খেলাধুলার মধ্য দিয়ে এ দেশের মানুষ এগিয়ে যাক। খেলাধুলার মধ্য দিয়ে দেশের মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই চান।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে যে কোন কর্মকান্ডের পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই হচ্ছে যুব সমাজসহ যে কোন ব্যক্তিকে অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার মূল উৎস। খেলাধুলার মধ্যে জড়িত থাকলে কেহ খারাপ পথে পা বাড়াবে না। খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দের উৎস।
এছাড়াও বিশেষ অতিথি ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, পদ্মা ব্যাংকের এডিপি ও শাখা প্রধান সেলিমা বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি একেএম দেলোয়ার হোসেন মুকুল, উপজেলা চেয়ারম্যান কাপ হ্যান্ডবল টুর্ণামেন্ট ২০২১ এর আহবায়ক রফিকুল ইসলাম রতন, সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহেতাশামুল আলম। সদর উপজেলা পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগীতায় উক্ত খেলার উদ্বোধনী ম্যাচে আল হেলাল কাব বনাম ডি কে জি এস ইউনাইটেড কলেজ মুখোমুখি হলে খেলায় দুটি দল জয়ের নেশায় তুমুল লড়াই করলেও অবশেষে দু পক্ষের ১০টি করে গোলে খেলাটি ড্র হয়।