ইয়াছির আরাফাত(হাওর প্রতিনিধি মোহনগঞ্জ)
আজ ২০ফেব্রুয়ারী/২১ইং রোজ শনিবার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের বিজ্ঞান বাজারে অনুষ্ঠিত এক জনসভায় আব্দুল হান্নান(রতন) ১৯৭২সালের সংবিধানের স্বাক্ষরকারী ও গণপরিষদ সদস্য প্রয়াত ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ এঁর ২য় পুত্র মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বর্তমান বিমান পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান সম্পর্কে তীব্র সমালোচনা কটুক্তি এবং মিথ্যাচার করেন যা উপজেলায় সর্ব জন সাধারনের মাঝে আলোচনা ক্ষোভের সৃষ্টি হয়েছে জানা যায় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব রেবেকা মমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শহীদ ইকবাল ।মোহনগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে এবিষয়ে যোগাযোগ করলে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ বলেন আব্দুল হান্নান এর পিতা মৃত মকরম আলী তাং মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ১৯৭১সালে কুখ্যাত দালালদের মধ্যে উনি অন্যতম একজন দালাল ছিল মুক্তিযোদ্ধারা বলেন একাত্তরের তার পিতার কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রেখে ইদানীং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার সহ স্বাধীনতা স্বপক্ষের শক্তির বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করে বেড়াচ্ছে এতে সাধারন জনগণ তীব্র নিন্দা জানায়।
ধন্যবাদ