আরিফ রববানী, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালের কাঠাল ইউনিয়নে নিজ এলাকায় হাজারো জনতার ভালভাসায় ফুলে-ফুলে সিক্ত হলেন কাঠাল ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল। ইউনিয়নের বন পাথালিয়া পুর্বপাড়া গ্রামে স্থানীয় যুব সমাজের উদ্যাগে আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হলে স্থানীয়রা তাকে এই সংবর্ধনা দেন। পরে তিনি খেলার উদ্ভোধন করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান কামাল জনগণের অফুরন্ত ভালবাসার জবাবে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন- সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মনকে সচেতন করে তোলে। খেলাধুলা অপরাধ কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করছে। সুতরাং কন্যা সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকেও অভিভাবকদেরও নজর রাখার পরামর্শ দেন। স্থানীয় সমাজ সেবক জয়নাল আবেদীন জনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম শফি।
চেয়ারম্যান কামাল যুবকদের উদ্দেশে আরও বলেন, যুবকরা দেশের ভবিষ্যৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে সোনার বাংলা বিনির্মাণে তাদেরকে অগ্রনী ভূমিকা রাখতে হবে। কাজেই প্রতিটি যুবককে সঠিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে সু-নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে কাঠাল ইউনিয়নের চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে আগামীতেও ইউনিয়নবাসীর পাশে থাকার সুযোগ চেয়ে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। খেলায় বিশেষ অতিথি হিসাবে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।