আরিফ রববানীঃ
ময়মনসিংহের ভাবখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নেহালিয়াকান্দা এনপিএল ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২৫শে ডিসেম্বর (শুক্রবার) বিকালে ইউনিয়নের পাগারিয়া নদী সংলগ্ন বন্দের বাড়ী মসজিদের পাশ্বে
ব্যাপক ঝাক-জমক ও উৎসবমোখর পরিবেশে
অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করেন কাজির শিমলা একাদশ বনাম ফেমাস ফারাবী নামক দুটি দল।
খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির অন্যতম নেতা,জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের বিশ্বস্থ আস্থাভাজন রমজান আলী, উদ্ভোধক হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্ভোধন করেন বইলর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা,তরুণ রাজনীতিবিধ,সমাজ সেবক ও ব্যবসায়ী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ। খেলার আয়োজক সবুজ,রাকিব,মানিক গং দের আয়োজনে এলালাবাসীর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানেএসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক লিটন মিয়া, কো-অর্ডিনেটর ইয়ুথ ইন্ডিন মুঞ্জুরুল হক মনির,রুবেল মিয়া,ফিরোজ মিয়া,এনামুল হক,ফরহাদ হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী আয়োজকদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। তিনি আরো বলেন-খেলাধুলা মেধাবী জাতি গঠনের অন্যতম মাধ্যম। তাই আজকের অনুষ্ঠান শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, এই অনুষ্ঠান মেধা অর্জনের কার্যক্রম অংশের অন্তর্গত। উদ্ভোধনী বক্তব্যে তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মশিহুর রহমান শাহানশাহ বলেন-ক্রিড়া প্রতিযোগীতার মাধ্যমে জাতির মেধার বিকাশ ঘটে তাই পড়াশুনার পাশাপাশি প্রতিটি জাতিকে শিক্ষা শিক্ষা অর্জনের সাথে খেলাধুলার চর্চা করার আহবান জানান। এসময় বক্তৃতায় তিনি – সকলের অবগতির জন্য মাদক, বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান । পরে টুর্নামেন্টেের চ্যাম্পিয়ন কাজির শিমলা একাদশকে পুরস্কার হিসাবে একটি ২৪ইঞ্চি এল,ই,ডি এবং রানার্স আপ দল ফেমাস ফারাবীকে রানার্স আপ পুরস্কার হিসাবে একটি মোবাইল সেট তুলে দেন অতিথিরা।