Breaking News
Home / খেলাধূলার মাঠ / ক্রিকেট / ময়মনসিংহ সদরের নেহালিয়াকান্দায় এনপিএল ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরের নেহালিয়াকান্দায় এনপিএল ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আরিফ রববানীঃ
ময়মনসিংহের ভাবখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নেহালিয়াকান্দা এনপিএল ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২৫শে ডিসেম্বর (শুক্রবার) বিকালে ইউনিয়নের পাগারিয়া নদী সংলগ্ন বন্দের বাড়ী মসজিদের পাশ্বে
ব্যাপক ঝাক-জমক ও উৎসবমোখর পরিবেশে
অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করেন কাজির শিমলা একাদশ বনাম ফেমাস ফারাবী নামক দুটি দল।
খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির অন্যতম নেতা,জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের বিশ্বস্থ আস্থাভাজন রমজান আলী, উদ্ভোধক হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্ভোধন করেন বইলর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা,তরুণ রাজনীতিবিধ,সমাজ সেবক ও ব্যবসায়ী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ। খেলার আয়োজক সবুজ,রাকিব,মানিক গং দের আয়োজনে এলালাবাসীর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানেএসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক লিটন মিয়া, কো-অর্ডিনেটর ইয়ুথ ইন্ডিন মুঞ্জুরুল হক মনির,রুবেল মিয়া,ফিরোজ মিয়া,এনামুল হক,ফরহাদ হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী আয়োজকদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। তিনি আরো বলেন-খেলাধুলা মেধাবী জাতি গঠনের অন্যতম মাধ্যম। তাই আজকের অনুষ্ঠান শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, এই অনুষ্ঠান মেধা অর্জনের কার্যক্রম অংশের অন্তর্গত। উদ্ভোধনী বক্তব্যে তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মশিহুর রহমান শাহানশাহ বলেন-ক্রিড়া প্রতিযোগীতার মাধ্যমে জাতির মেধার বিকাশ ঘটে তাই পড়াশুনার পাশাপাশি প্রতিটি জাতিকে শিক্ষা শিক্ষা অর্জনের সাথে খেলাধুলার চর্চা করার আহবান জানান। এসময় বক্তৃতায় তিনি – সকলের অবগতির জন্য মাদক, বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান । পরে টুর্নামেন্টেের চ্যাম্পিয়ন কাজির শিমলা একাদশকে পুরস্কার হিসাবে একটি ২৪ইঞ্চি এল,ই,ডি এবং রানার্স আপ দল ফেমাস ফারাবীকে রানার্স আপ পুরস্কার হিসাবে একটি মোবাইল সেট তুলে দেন অতিথিরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!