আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার পর পর দু’বারের নির্বাচিত জেলার শ্রেষ্ট ও জননন্দিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের সমর্থনে এবং
তৃতীয় বারের মত নির্বাচিত করতে আসন্ন পৌর নির্বাচনে আবারো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৌরবাসী। ত্রিশালের সর্বস্তরের জনতার প্রিয় মানুষ মেয়র আনিছকে ফের নির্বাচিত করতে শীতের এই ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে প্রতিদিন নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছেন পৌর এলাকার রাজনৈতিক সামাজিক নেতাকর্মী ও ব্যবসায়ী থেকে শুরু করে সর্বমহলের ব্যক্তি বর্গরা। প্রতিদিন মতবিনিময় কালে পৌর অঞ্চলের হাজার হাজার জনতা মেয়র আনিছকে সমর্থন দিয়ে প্রার্থীতা সমর্থন করে চলছেন।
প্রতিদিনের ন্যায় ২৪ডিসেম্বর বিকেলে পৌরএলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে
মেয়র আনিছের বাসভবন মিলিত হয়ে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে সন্ধ্যার পর বিশাল একটি মিছিল নিয়ে পৌরশহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন। মিছিলে সর্বস্তরের জনতার অংশগ্রহণ বিশাল শোডাউনে পরিণত হয়, যা জাতীয় পর্যায়ের নির্বাচনের মিছিলের রূপ নেয়।
এ মিছিলে পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা অংশ নেয়।