Breaking News
Home / বাংলাদেশ / ময়মনসিংহ বিভাগ / গৌরীপুর / শ্যমগঞ্জ বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ উল্লাহকে গৃহ নির্মাণের জন্য প্রাক্তন ছাত্রবৃন্ধ নগদ টাকা প্রদান

শ্যমগঞ্জ বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ উল্লাহকে গৃহ নির্মাণের জন্য প্রাক্তন ছাত্রবৃন্ধ নগদ টাকা প্রদান

মোঃহাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় শ্যামগঞ্জ বড় মসজিদ হাফিজয়া মাদরাসার প্রবীণ শিক্ষক হাফেজ মোঃ হাফিজ উল্লাহ সাহেব কে অত্র মাদরাসার প্রাক্তন ছাত্রবৃন্ধ আজ ২৪/ডিসেম্বর /২০ইং রোজঃ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ঃ৩০মিনিটে তাহার নিজ বাড়ি চর পাইশকা বেলতলী গ্রামে হুজুরের গৃহ নির্মান করার জন্য উপহার স্বরূপ নগদ টাকার প্রদান করেন।এই সময় উপস্থিত ছিলেন মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ আবুল কাশেম সাহেব, হাফেজ মোঃ মুরছালিন,হাফেজ মোঃ সোলাইমান, হাফেজ মোঃ নজরুল ইসলাম সহ এলাকার অনেকেই।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!