আরিফ রববানী,ময়মনসিংহ।।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব “বড় দিন” উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৪শে ডিসেম্বর)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু খ্রিস্টের জন্ম হয়। তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালবাসার কথা। যীশু খ্রিস্টের জন্ম ও তাঁর ক্রশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য হল মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনায়নসহ প্রভৃতি ভাল কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করা।
বিরোধীদলীয় নেতা বড় দিনে প্রত্যাশা করেন, সাম্প্রদায়িকতা, সহিংসতা আর ভেদাভেদ ভুলে শান্তির সুবাতাস ছড়িয়ে পড়বে বিশ্বের সকল মানুষের জীবনে। এ ধর্মীয় উৎসব সব ধর্মের মানুষের মধ্যে সংহতি গড়ে উঠবে এবং তা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে।