কাওসার আহমেদঃ
সিলেট জেলার কুলাউড়া উপজেলায় গত ২১ নভেম্বর/২০ইং রোজ শনিবার শাহ সুফি হযরত আল্লামা আবু ইউসুফ মুহাম্মদ ইয়াকুব বদরপুরী (রহঃ)-এর ৬২তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এক আলোচনা ও পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বাদে দেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ (অব.) হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলী। তিনি বলেন,আওলিয়া কেরামের অবদানে এদেশে আমরা ইসলাম পেয়েছি। কুলাউড়া উপজেলা আল ইসলাহর সভাপতি মাওঃ আব্দুল জব্বার , খলিফায়ে ফুলতলী হাঃ মহসিন খান, পুরসাই হাফিজিয়া মাদ্রাসার প্রতিস্টাতা হাঃ আনছার উদ্দিন, উপজেলার ভাইস চেয়ারম্যান, সহ আল ইসলাহ তালামীযের নেতৃবৃন্দ। অবশেষে আগামী ৭ ফেব্রুয়ারি/২১ইং রোজঃ রবিবার কুলাউড়ার আলালপুরে বদরপুরী (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়।
Check Also
ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।
প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …