কাওসার আহমেদঃ
সিলেট জেলায় আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া টিলাগাও ইউপি শাখার যৌথ উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার ১৭ নভেম্বর /২০ইং পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষ্যে হাজী তাহের আলী কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সামছুল উলামা আল্লামা সাহেবে কিবলাহ্ ফুলতলী (রহঃ) এর নাতি হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল জাব্বার,কাজী মাওলানা ফজলুল হক খান।সভাপতি ছিলেন মাওলানা মোঃ ইয়াছিন আলী।আলোচনা সভায় প্রধান অতিথি বলেন,নবীর মহব্বত হচ্ছে আমাদের ঈমান। বিশ্ব নবী(সাঃ) আদর্শকে ধারণ করে চলতে হবে। পরিশেষে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়।
Check Also
ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।
প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …