আরিফ রববানী,(ময়মনসিংহ)
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাপা’র সহ-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য জনপ্রিয় ও কর্মীবান্ধব রাজনীতিবিধ বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেছেন- নম্র,ভদ্র,বিনয়ী ও সৎ আদর্শবান যে কেউ জাতীয় পার্টির রাজনীতিতে সমপৃক্ত হতে চাইলে আমরা তাঁদের সাদরে গ্রহণ করবো,আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই,কোন দ্বিধা-দ্বন্ধ নেই,সবাই আমাদের আপনজন। আর মরহুম জাফর মৌলভীর মত ব্যক্তিরা জাতীয় পার্টির রাজনীতিতে আসতে চাইলেতো কোন আপত্তিই নেই, কারণ জাফর মৌলভী একজন সাদা-সিধে, সাহসি ভদ্র ও জনপ্রিয় মানুষ ছিলেন।
জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ১৩ই নভেম্বর শুক্রবার বিকেল ৪ঘটিকায় ময়মনসিংহের ফুলবাড়িয়া পশ্চিম বাজারস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও উপজেলার পলাশীহাটা দাখিল মাদ্রাসার সুপার (অব.) মরহুম
মাওঃ আবু জাফর ( জাফর মৌলভী) স্মরণে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে
আয়েজিত শোক সভা ও মিলাদ-দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভার প্রধান অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল তার বক্তব্যে- জাফর মৌলভীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের প্রয়াত জাফর মৌলভীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন- জাফর মৌলভী একজন সাদা-সিধে, সাহসি ভদ্র ও জনপ্রিয় মানুষ ছিলেন। তিনি জাতীয় পার্টির যে কোন সাংগঠনিক কাজে নিজের ব্যক্তিগত কর্মকাণ্ড ত্যাগ করে সব সময় দলের কাজে সময় দিয়েছেন। আজ তিনি নেই, তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত এরশাদ প্রেমী জাতীয় পার্টির রাজপথের সাহসী সৈনিককে হারিয়েছি,যা পার্টির এক বিশাল অপুরণীয় ক্ষতি হয়েছে। তার কর্মময় জীবন পর্যালোচনা করে তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে চাই। সভায় উপজেলার এনায়েতপুর ইউনিয়ন থেকে আগত শতাদিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল তার বক্তব্যে- সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
জাতীয় যুব সংহতির নেতা মোঃ নাসরিদ ইসমাইলের সঞ্চালনায় শোক সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি, ডা: আব্দুস ছালাম, শাহজাহান কবির, মরহুম জাফর মৌলভীর ভাতিজা মাসুদ, জাতীয় পার্টি নেতা মোঃ হাবিবুর রহমান হাবিবুল্লাহ মাও. আশরাফ আলী, স্বেচ্ছাসেবক পার্টীর আহ্বায়ক তোফাজ্জল হক তোতা, জাপা নেতা ডাঃ আব্দুস সবুর রফিক, আঃ খালেক, খায়রুল আলম সিদ্দিকী মুকুল, মোখলেছুর রহমান, ডাঃ রহুল আমিন তোতা, কামাল হোসেন, হাকিম মনির আহমেদ, তাইফুর রহমান কাফি, ইঞ্জিনিয়ার সাদবিন রহমান আকাশ, হাসান আলী হাসু প্রমুখ । আলোচনা সভা শেষে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক ও পলাশীহাটা দাখিল মাদ্রাসার সুপার (অব.) মাও: আবু জাফর (জাফর মৌললী)র আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে প্রয়াত সাবেক রাষ্ট্রনায়ক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদসহ জাপার প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।