কাওসার আহমেদঃ
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় গনীপুরী ছাহেবের সুযোগ্য নাতি হযরত মাওলানা ফখরুল হাসান রুতবাহ ছাহেবের উদ্যোগে লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় জকিগঞ্জস্থ আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।
এই সময় উপস্থিত ছিলেন মাওলানা লোকমান আহমদ চৌধুরী সাদী ব্যাবস্থাপক লতিফি হ্যান্ডস, জনাব সাদ উদ্দীন চৌধুরী,
মাওলানা জিল্লুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুলতলি ছাহেব কিবলাহ’র মুরিদীন মুহিব্বিনগন। পরিশেষে বিশ্ব শান্তির কল্যানে মোনাজাত করা হয়।