আরিফ রববানী,(ময়মনসিংহ)
জাতীয় মুক্তিসংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে দেখব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারারুদ্ধ থাকাকালে বা তাঁর অবর্তমানে জাতীয় চার নেতা-সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান- বারবার জাতিকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু গভীর পরিতাপের বিষয় সমগ্র বিশ্বে যে কারাগারকে মনে করা হয় সবচেয়ে নিরাপদ স্থান ১৯৭৫ সালের এই দিনেই সেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবার করোনা মহামারীর কারণে ‘জেলহত্যা দিবস’ সীমিত পরিসরে পালন করতে হচ্ছে। জেলহত্যা দিবসের বেদনাভারাক্রান্ত দিনে জাতীয় চার নেতার সংগ্রামী জীবনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসন।
১৯৭৫ সালের এই দিনে নির্মম হত্যার শিকার জাতীয় চারনেতার হত্যাকান্ডের স্মৃতি রক্ষার্থে দিবসটি পালন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। জেলা প্রশাসন ময়মনসিংহের পক্ষ থেকে সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এর স্মৃতি স্মরনার্থে তার বাসভবনস্থ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে স্থানীয় সরকার উপপরিচালক ড.গালিভ খান, অতিঃ জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত হয়ে সৈয়দ নজরুল ইসলাম এর স্মৃতি স্মরনার্থে তার বাসভবনস্থ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার পরিবার এবং বিদেহী আত্মার জন্য নিরন্তর ভালোবাসা ও মাগফেরাত কামনা করেন