স্টাফ রিপোর্টার
“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান”,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর আহবানে, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী ভাই এর নির্দেশনায় মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগ নেতা এস.এম ইমরান হোসাইন (শুভ) এর নেতৃত্বে বৃক্ষরোপন করেছে ছাত্রলীগের কর্মীরা। মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ সফল করার লক্ষ্যে সোমবার সকালে ত্রিমোহনী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং মুক্তাগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন, লিখন রেজা, শাহ-আলম, জাকির, শাকিল, আসাদুল্লাহ, আলভী, তারিফুল সহ আরো অনেকেই।
