স্টাফ রিপোর্টারঃ
আজ বিশ্ব বাবা দিবস। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রয়াত বাবা মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক সাবেক গণপরিষদ সদস্য মরহুম ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ কে। যিনি বনস্পতির ছায়া দিয়ে আমাদেরকে বড় করেছেন। যিনি আমাকে শিখিয়েছেন মানুষের জন্য চিন্তা করতে। অন্যের ব্যথায় ব্যথিত হতে আর অন্যর সুখে আনন্দিত হতে। যাদের বাবা মা বেছে আছে তারা সৌভাগ্যমান। তাদেরকে বলব এদের পাশে দাড়ান। কারণ তারাই একদিন হাত ধরে আপনাকে দাড়াতে শিখিয়েছেন। আর যাদের বাবা নেই বা যে কোন একজন নেই তাদের কে বলি আসুন যার যার ধর্ম বিশ্বাসে মহান সৃষ্টি কর্তার নিকট তাদের জন্য প্রার্থনা করি তাদের কে যেন তিনি(সৃষ্টিকর্তা)পরকালে উত্তম প্রতিদান প্রদান করেন।আমিন
Check Also
ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।
প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …