মেঃ আব্দুল লতিফঃ বিশেষ প্রতিনিধি।
ময়মনসিংহের গৌরীপুরে ইমাম, মোয়াজ্জিন, রাজমিস্ত্রি ও নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ঈদ উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্থানীয় পাবলিক হলে উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদের আয়োজনে ১ম ও ২য় পর্যায়ের ঈদ উপহার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ১৭০ জন শিক্ষকসহ সর্বমোট ৮শ জনের প্রত্যেককে ১ কেজি আতব চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ৫০০ গ্রাম মুড়ি ও ১ টি সাবান উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সেঁজুতি ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, পৌরসভার কাউন্সিলর আব্দুর কাদির, বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র, ছাত্রলীগ নেতা উত্তম সরকার প্রমুখ।
