Breaking News
Home / বাংলাদেশ / খুলনা বিভাগ / ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ড উপকূলীয় জেলা সাতক্ষীরা, নিহত-দুই

ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ড উপকূলীয় জেলা সাতক্ষীরা, নিহত-দুই

মো: আজিজুল ইসলাম(ইমরান) উপকূলীয় জেলা সাতক্ষীরায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘আম্পান’। ঘূর্ণিঝড়ের তান্ডবে গোটা জেলা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জেলার ২৩টি পয়েন্টে ভেঙেছে উপকূলীয় বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। শ্যামনগর-আশাশুনির অসংখ্য স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। কাঁচা ঘরবাড়ি হয়েছে বিধ্বস্ত। বিদ্যুতের খুঁটি ও গাছপালা উপড়ে পড়েছে। এতে পুরো সাতক্ষীরা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সবজি, ধান ও আমসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আশাশুনি, প্রতাপনগর- বন্যতলা, হিজলা, কাটলা এলাকায় বাঁধ ভেংগে পুরো এলাকা প্লাবিত। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চিংড়ী গ্রামের পাউবো’র বাঁধ তলিয়ে গেছে। সাতক্ষীরারর শ্যামনগর উপজেলার বুডিগোয়ালিনি মাসুদমোড়, পদ্মপুকুর, গোলাখালী, আশাশুনি উপজেলার সদর, প্রতাপনগর-চাকলা, বন্যতলা, হিজলা, কাটলাসহ ১১টি এলাকায় বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত। এদিকে ঝড়েরর তান্ডবে গাছ চাপা পড়ে শহরের বাঁকাল এলাকায় শামসুর রহমান (৬০) ও কামালনগর সঙ্গীতা মোড়ে করিমন নেছা (৪০) নামে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, সাতক্ষীরায় ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সব স্থানেই ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে। জেলার সাতটি ইউনিয়নে ২২টি পয়েন্টে উপকূল রক্ষাবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে, শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, কাশিমাড়ি, বুড়িগোয়ালিনী এবং আশাশুনি উপজেলার খাজরা, প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন মাসের আবুজার গিফারী বলেন, গাবুরা, পদ্মপুকুর, কাশিমাড়ি, বুড়িগোয়ালিনী ইউনিয়নের অন্তত ৮টি পয়েন্টে কয়েকশত মিটার বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এদিকে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে সাথে নিয় ভাঙন কবলিত হাজরাখালি এলাকা পরিদর্শন করেছেন।সাতক্ষীরা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক জুলফিকার আলী রিপন জানান, বুধবার (২০ মে) রাত ৮টার দিকে ১৪৮ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এর আগে বাতাসের গতিবেগ ছিলো ১২০কিলোমিটার। টানা চারঘন্টা একই গতিতে দাপট দেখিয়ে সবকিছু ভেঙে তছনছ করে যায় আম্পান নামক সুপার সাইক্লোন ।
২১/৫/২০

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!