স্টাফ রিপোর্টাসঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্ত্রীকে কোরাল দিয়ে কুপিয়ে হত্যা করে নিজে আন্তহত্যা করেছেন স্বামী। আব্দুল মান্নন(৫০) ও তার স্ত্রী সোনা বিবি (৪০) শনিবার দিবাগত রাতে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় মানুষদের মধ্যে দিয়ে জানা যায় তাদের মধ্যে কলহের কারণেই স্বামী তার স্ত্রী সোনা বিবিকে হত্যা করে নিজেকে গাছে রসি লাগিয়ে আন্তহত্যা করেছেন। জানা যায় তাদের দুটি ছেলে রয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত)ইয়াসিন আলম বলেন,স্থানীয়দের সংবাদ এর মাধ্যমে আবদুল মান্নান ও সোনা বিবির মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ধারণা সোনা বিবিকে হত্যার পর আব্দুল মান্নান আন্তহত্যার পথ বেছে নিয়েছেন।
